Life Style News

4 months ago

Fake Facebook Account: ফেসবুকে আপনার নামে হয়েছে ফেক অ্যাকাউন্ট! কি করবেন? জানাল সাইবার বিশেষজ্ঞ

Fake Facebook Account (Symbolic Picture)
Fake Facebook Account (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বর্তমান সময়ে আট থেকে আশি, সকলেই ফেসবুক ব্যবহার করেন। অনেক ক্ষেত্রেই  দেখা যায়, কারোর কারোর নামে  ফেসবুকে ফেক অ্যাকাউন্ট তৈরি হয়েছে। আর ঠিক সেই পরিস্থিতিতেই ওই ব্যক্তি বুঝবেন পারেন না যে কি করবেন? এবার সেই বিষয়ে পরামর্শ দিলেন সাইবার বিশেষজ্ঞরা।

সাইবার বিশেষজ্ঞেরা বলছেন, এ হল জালিয়াতির নতুন কায়দা। ফেসবুকে নতুন অ্যাকাউন্ট খোলা ওই ব্যক্তির ছবি, ব্যক্তিগত তথ্য চুরি করে হুবহু একই রকম দেখতে আরও একটি ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে। সেখান থেকে ওই ব্যক্তির চেনা-পরিচিতদের কাছে বন্ধুত্বের অনুরোধ পাঠায়। সেই অনুরোধ গ্রহণ করা মাত্রই সেখান থেকে নানা রকম অনৈতিক কাজকর্ম শুরু করে। তথ্য চুরি তো বটেই, এ ভাবে জালিয়াতেরা অর্থ, ব্যক্তিগত তথ্য, মেল বা অন্যান্য অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ডও চুরি করতে পারে। তাই সেই অবস্থা কয়েকটি পদ্ধতি মেনে চলার কথা বলেছেন বিশেষজ্ঞেরা।

১)প্রথমে ফেসবুকে আসা বন্ধুতালিকার মধ্যে থেকে ভুয়ো অ্যাকাউন্টটি খুঁজে, তার আসল পাতাটির মধ্যে যেতে হবে।

২)প্রোফাইলের এক পাশে থাকে ছবি, নাম। ঠিক তার উল্টো দিকে একটু নীচে রয়েছে তিনটি ‘ডট’ চিহ্ন।

৩)সেখানে ক্লিক করলেই ‘রিপোর্ট প্রোফাইল’ অপশন আসবে।

৪)তার পর ফেসবুক জানতে চাইবে আপনি কেন ওই প্রোফাইলটির বিরুদ্ধে রিপোর্ট করতে চাইছেন।

৫) সেখানে ক্লিক করলে সম্ভাব্য নানা প্রকার কারণের একটি তালিকা আসবে।

৬) সেখান থেকে ‘ফেক অ্যাকাউন্ট’ ক্লিক করলেই কাজ শেষ।

৭) পদ্ধতি সঠিক হলে ‘রিপোর্ট’ করার সঙ্গে সঙ্গেই নিশ্চিত হওয়ার মেসেজ পৌঁছে যাবে।

You might also like!