Life Style News

8 months ago

Mother Daughter Relationship: বিবাহিত মহিলারা বিয়ের পরে মায়ের কাছ থেকে ঠিক কি কি আশা করেন?

Mother Daughter Relationship (File Picture)
Mother Daughter Relationship (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  প্রত্যেক সন্তানই তাঁর মায়ের কাছে ভালোবাসা চান। কিন্তু বিয়ের পরে সামান্য় দূরত্ব তৈরি হয় অভিভাবকদের সঙ্গে। বিশেষ করে কন্যা সন্তানের মনে এক প্রভাব পড়ে। তাঁরা মায়ের থেকে ঠিক কী আশা করেন, আপনি কি জানেন?

আদর ও যত্ন

বিয়ের আগে প্রত্যেক মেয়েই তাঁর মায়ের কাছে যথেষ্ট আদর ও যত্ন পান। মা নিজের সন্তানকে আগলে রাখেন। কিন্তু বিয়ের পরে একজন মেয়ের কাঁধে অনেক দায়িত্ব চলে আসে এবং নিজের যত্ন নেওয়ার আর সময়টুকুও তিনি পান না। তাই সেই সময়ে তাঁরা চান, মা যেন একটু আগলে রাখেন তাঁদের। তাই আপনার মেয়ে বাড়ি এলে তাঁকে আদর করে খাইয়ে দিন। মাথায় হাত বুলিয়ে দিন। এতেই তাঁর মন ভালো হয়ে যাবে।

মা যেন খোঁজ নেয়

সারা দিন অফিসের কাজ সামলে এবং পরিবারের খেয়াল রাখার পরে নিজের জন্যে আর আলাদা করে সময় বের করতে পারেন না আপনার মেয়ে। এমনকী নতুন পরিবারে যেন তাঁর খোঁজ নেওয়ার মতো কোনও মানুষও নেই। তাই আপনার থেকে সামান্য আশা তিনি করেন। তিনি চান তাঁর মা যেন একবার খোঁজ নেন। তাই সারা দিন পরে মেয়েকে একটা ফোন করুন এবং তাঁর খোঁজ নিন।

মায়ের কাছে থাকতে চান

অধিকাংশ মেয়েই বিয়ের পরে মায়ের কাছে কিছুটা সময় থাকতে চান। কিন্তু তাঁর পরিবারের কথা ভেবে মায়েরা বারণ করেন এবং নিজের সংসারকে সময় দেওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এই কাজটি সব সময় করবেন না। ভুলে যাবেন না, আপনার মেয়েও একজন রক্ত-মাংসের মানুষ। তাঁর মনেও সামান্য় ইচ্ছা রয়েছে। তাই তাঁর ইচ্ছেকে গুরুত্ব দিন এবং কখনও কখনও তাঁকে আপনার কাছে নিয়ে আসুন।

মা কি ভুলে যাচ্ছে!

বিয়ের পরে মেয়েদের মনে এই আশঙ্কা তৈরি হয় যে, মা হয়তো এবার আমাকে পরের চোখে দেখবে! বাড়িতে অন্য ভাই-বোন থাকলে এই ভয় আরও বেশি চেপে বসে। আপনার মেয়ের ক্ষেত্রেও তেমন হচ্ছে না তো? তাহলে কিন্তু তিনি নীরবেই দূরে চলে যাবেন, হাজার ডাকলেও আপনার কাছে আসবেন না সেই ছোট্ট সোনামণি হয়ে।

You might also like!