Life Style News

3 months ago

Money Plant: 'মানিপ্ল্যান্ট'র কল্যাণে ঘরে ধন-সম্পদ বাড়াতে ঠিক কোন দিকে রাখবেন? জেনে নিন বস্তুশাস্ত্রবিদদের মত!

Money Plant (symbolic Picture)
Money Plant (symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  ঘর সাজাতে বা বাড়িতে ধন-সম্পদ বাড়াতে মানিপ্ল্যান্ট-র ভূমিকা অনস্বীকার্য। এর  জন্য ঘরে অনেকেই ইন্ডোর প্ল্যান্ট হিসাবে মানিপ্ল্যান্ট রাখে । কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে, মানি প্ল্যান্টে দেবী লক্ষ্মীর বাস। এই গাছ ঘরে আনলে ধনসম্পত্তি বাড়তে পারে। কিন্তু তার জন্য কিছু বিধি মেনে চলতে হবে। মানিপ্ল্যান্ট ঘরের মধ্যে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটায়। আর্থিক অবস্থায় উন্নতি ঘটায়। কিন্তু মানিপ্ল্যান্ট ঘরের সঠিক দিকে বসাতে এবং সঠিকভাবে তার পরিচর্যা করতে হবে।

ভারতীয় বাস্তুশাস্ত্র বলছে, বাড়িতে মানিপ্ল্যান্ট বসালেই হবে না। বাড়িতে যাতে সুখ-সমৃদ্ধি বজায় থাকে, তার জন্য কিছু বাস্তু নিয়মও মেনে চলতে হবে। বাস্তুশাস্ত্র অনুসারে, মানিপ্ল্যান্ট বাড়ির দক্ষিণ-পূর্বের মধ্যবর্তী স্থানে বসান। সবচেয়ে ভাল ফল পাবেন, যদি মানিপ্ল্যান্ট দক্ষিণ-পূর্ব কোণে বসান। এতে সম্পদের বৃদ্ধি ঘটবে। আপনি প্রধান সদর দরজা, বারান্দা বা প্রবেশদ্বারে সামনে মানি প্ল্যান্ট বসাতে পারেন।

এমনকি ছাদেও বসাতে পারেন এই লতানে গাছ। ঘরে ভুলেও শুকনো গাছ রাখবেন না। মানিপ্ল্যান্ট হোক বা অন্য কোনও গাছ, শুকনো বা মরা গাছ লাগলে জীবনে দারিদ্র্য নেমে আনবে। মানিপ্ল্যান্টের পাতা যেন সবসময় টাটকা থাকে, সে দিকে খেয়াল রাখুন। প্লাস্টিকের পাত্র বা টবে মানিপ্ল্যান্ট বসাবেন না। কাচের বোতলে মানি প্ল্যান্ট বসান। সবুজ বা নীল রঙের বোতল ব্যবহার করুন। এতে জীবনে কোনওদিন অর্থ সংকটে ভুগবেন না। মাটির টবেও মানিপ্ল্যান্ট বসাতে পারেন। সবচেয়ে বড়ো কথা, এই গাছকে ভালোবেসে ঘরে স্থান দিন। দেখবেন লক্ষ্মী ঠিকই আপনাকে ভালোবাসবেন।

You might also like!