Life Style News

1 year ago

Skin Care : শীতে তৈলাক্ত ত্বকের জেল্লা ধরে রাখতে চান? ভরসা রাখতে পারেন এই তিন বিশেষ ফেসপ্যাকে

Skin Care
Skin Care

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শীতে শুষ্ক ত্বকের একটু বেশিই দেখভালের প্রয়োজন, তবে শীতকাল বলে যে তৈলাক্ত ত্বকের যত্নের প্রয়োজন নেই এমন টা নয় , শীতেও তৈলাক্ত ত্বকের সঠিক যত্ন না নিলে নানা রকম সমসযা হতে পারে। 

আপনারযদি তৈলাক্ত ত্বক হয় তবে এই শীতে নিজের ত্বককে তরতাজা রাখতে নিজের রূপটানে রাখুন এই তিন বিশেষ ফেসপ্যাক। 

*কমলালেবু ও চন্দনের ফেসপ্যাক 

কমলালেবুতে রয়েছে ভিটামিন সি, যা আপনার ত্বককে গভীরভাবে পরিষ্কার করতে সাহায্য করে। শীতের ত্বকের জেল্লা ধরে রাখতে শীতকালীন স্কিনকেয়ার রুটিনে একটি কমলালেবুর ফেসপ্যাক যুক্ত করা উচিত। ২ টেবিল চামচ কমলালেবুর রসের সঙ্গে ১ টেবিল চামচ গুঁড়ো ক্যালামাইন পাউডার এবং এক চামচ চন্দন নিন। স্বাস্থ্যকর এবং উজ্জ্বল ত্বকের জন্য এই ফেসপ্যাকটি লাগান। 

* মুলতানি মাটি ও গোলাপ জলের ফেসপ্যাক 

মুলতানি মাটি ত্বককে গভীর থেকে পরিষ্কার করতে এবং অতিরিক্ত তেল শোষণ করতে সাহায্য করে। আপনি যদি তৈলাক্ত ত্বক থেকে মুক্তি পেতে চান, তাহলে এই ফেসপ্যাকটি আপনার জন্য দারুণ। মুলতানি মাটির সঙ্গে গোলাপ জল মিশে, এটি ত্বকের হাইড্রেশনের মাত্রা পূরণ করতে সাহায্য করে এবং এটি আপনর ত্বককে একটি কুলিং ও সুদিং এফেক্ট ও দেয়। 

* অ্যালোভেরা ও হলুদের ফেসপ্যাক 

এই ফেস প্যাকটি আপনার ত্বককে উজ্জ্বল এবং উজ্জ্বল করে তোলে। তৈলাক্ত ত্বকের জন্য এটি একটি সেরা ফেসপ্যাক এবং সহজেই ঘরে তৈরি করা যায়। উভয় উপাদান মিশ্রিত করুন এবং প্রায় ৫-৭  মিনিটের জন্য আপনার মুখে লাগান।  এটি আপনাকে একটি স্বাস্থ্যকর এবং দাগ মুক্ত ত্বক দিতে সাহায্য করবে। 

You might also like!