Life Style News

3 days ago

Holiday Romance: হোটেলের ঘরে উষ্ণতা বাড়ান! শীতকালে 'ভ্যাকেশন সেক্স'কে আরও মধুর করে তোলার সেরা উপায়গুলি কী কী?

Winter Vacation Intimacy
Winter Vacation Intimacy

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাতাসে শীতলতার আমেজ। ধীরে ধীরে তাপমাত্রা হ্রাস পাচ্ছে। মালপত্র গুছিয়ে ভ্রমণে বেরিয়ে যাওয়ার এই সেরা সময়। দু-তিন দিনের ছুটি যুগিয়ে এবং ভ্রমণের পরিবেশ তৈরি করতে পারলেই উদ্দেশ্য সফল। সুতরাং, আর অপেক্ষা না করে, সঙ্গীর সাথে শীতের স্নিগ্ধ রোদ উপভোগ করতে করতে বেরিয়ে পড়া যাক। নতুন কোনো স্থানে সঙ্গীর সঙ্গে ঘুরতে গেলে, সেই ছুটি যে অসাধারণ হবে, তা নিয়ে কোনো সংশয় নেই। এই অবকাশে কীভাবে আপনারা আপনাদের যৌনজীবনকে আরও মধুময় করে তুলবেন, সেই সংক্রান্ত পরামর্শগুলি এখানে দেওয়া হলো।

* আপনি কিংবা আপনার সঙ্গী কি যৌনতায় রোমাঞ্চ পছন্দ করেন? তবে সঙ্গে অবশ্যই বেশ কয়েকটি জিনিসপত্র সঙ্গে রাখুন। তা হতে পারে চমকদার অন্তর্বাস কিংবা ভালো সুগন্ধি। বা কোনও দুষ্টু সামগ্রী সঙ্গে থাকলেও ক্ষতি নেই। বেড়াতে গিয়ে নতুন জায়গায় যে আপনার যৌনজীবন হয়ে উঠবে আরও উত্তেজনায় ভরপুর, তা বলাই বাহুল্য।

* একই বিছানা। একই ঘর। বহু দম্পতিই দাবি করেন, সব কিছু মিলিয়ে একঘেয়েমি তৈরি হয়। যার ফলে যৌনজীবন নাকি উষ্ণতা হারায়। তবে হোটেলের নতুন ঘর যৌনজীবনের উষ্ণতা বাড়ায়। তার ফলে জীবন হয়ে ওঠে নিমেষে আরও রঙিন। প্রয়োজনে ওই হোটেলের ঘরে থাকা আসবাবপত্র যৌনতার মাঝে ব্যবহার করতে পারেন। বিছানার বদলে সোফায় মাততে পারেন যৌনতায়।

* সাধারণত দম্পতিরা ভোরবেলা কিংবা রাতে যৌনতায় মেতে ওঠেন। তাতেও একঘেয়েমি তৈরি হতে পারে। তাই বেড়াতে গিয়ে যৌনতায় মেতে ওঠার সময়ে বদল আনতে পারেন। বিকেলের দিকে একে অপরের সঙ্গে শরীরী খেলায় ব্যস্ত হতে পারেন। তবে তা যেন বেড়ানোর ক্ষেত্রে কোনও সমস্য়া না হয়, সেদিকে খেয়াল রাখুন। তাহলে কিন্তু বেড়ানোই মাটি।

* বেড়াতে গেলে কাজের ব্যস্ততা বাদ দিন। ভুলেও মেল দেখবেন না। অ্যালার্ম দেওয়ার অভ্যাসও কয়েকদিন বাদ দিন। কোনও নোটিফিকেশন দেখবেন না। পরিবর্তে দু’জন দু’জনের মধ্যে ডুবে যান। সুযোগ পেলে দু’জনে আরও বেঁধে বেঁধে থাকুন। তাতেই সম্পর্কের রসায়ন বদলে যাবে। ফের ফিরে পাবেন অতীতের উষ্ণতা।

* কতবার যৌন মিলন হল, সংখ্যায় গুনতে যাবেন না। মন চাইলে একে অপরের একাত্ম হোন। দু’জনে ডুব দিন দু’জনের শরীরে। তাতে সম্পর্ক যে আরও রঙিন হয়ে উঠবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

You might also like!