Life Style News

1 year ago

Skin Care Tips: বসন্তে ত্বকের যত্ন নিন ঠিক মতো ঘরোয়া উপায়ে

skin care tips
skin care tips

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বাংলায় ৪টে ঋতু (গ্রীষ্ম,বর্ষা,শীত ও বসন্ত) বেশ স্পষ্ট। প্রত্যেক ঋতুর আলাদা আলাদা প্রভাব পড়ে আমাদের শরীরে তথা ত্বকে। শীত প্রায় বিদায় নিল,বাতাসে বসন্তের শিহরণ অনুভূত হচ্ছে। ঠিক এই সময় ত্বকের জন্য কয়েকটি সতর্কবাণী আমাদের শোনাচ্ছেন ত্বক বিশেষজ্ঞরা। যেমন -

১) আর গরম জলে স্নান নয়। নর্মাল উষ্ণ জলে স্নান করুন।

২) ভিতর থেকে শরীরকে সুস্থ রাখার জন্য সবজি ও ফল খাওয়ার উপর প্রাধান্য দিন।

৩) গোলাপজলে অল্প গ্লিসারিন মিশিয়ে মাঝে মাঝে শরীরে মাখুন।

৪) ঘরে বানানো বা দোকান থেকে কেনা এলোভেরা জেল দিনে দুবার মাখুন।

৫) বসন্তে সূর্যের তাপ বাড়ে। তাই সানস্ক্রিন ব্যবহার করুন।

৬) ঘরোয়া পদ্ধতিতে পাকা পেঁপে,অলিভ অয়েল,ডিমের কুসুম,মুসুর ডাল গুঁড়ো ভালো করে মিশিয়ে সপ্তাহে অন্তত এক দিন শরীরে মেখে আধ ঘন্টা পরে ধুয়ে ফেলুন। 

 এতেই আপনার ত্বক সুন্দর ও উজ্জ্বল থাকবে।



You might also like!