Life Style News

1 year ago

Puffy Eyes : ঘুম থেকে উঠলেই চোখের নিচে ফোলা ভাব দেখা যাচ্ছে ? মুক্তি পেতে জেনে নিন কিছু সহজ টোটকা

Puffy Eyes? Know some simple tricks to get rid of it
Puffy Eyes? Know some simple tricks to get rid of it

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ঘুম থেকে ওঠার পর অনেক সময় ই দেখা যায় চোখের নিচের আংশটি ফুলে যায় , যদি ও সময় বাড়ার সাথে  সাথে এই ফোলা ভাব কমে যায়। তবে যদি সকাল সকাল আপনার কোনো মিটিং বা ডেটিং থাকে তবে চোখের এই ফোলা ভাব দেখতে খারাপ লাগে, তবে এর থেকে মুক্তিপেতে কিছু  ঘরোয়া ও সহজ টিপস আছে যা আপনাকে এই সমসযা থেকে মুক্তি দিতে পারে। এই সব সহজ টিপস জানতে দেখুন দুরন্ত বার্তার জীবন ধারার পেজটি। 

শশা 

শসার গুণে ত্বকের অনেক সমস্যার মতো এ সমস্যা ও দূর করা সম্ভব। শসাতে রয়েছে প্রদাহনাশক উপাদান। তা ত্বক আর্দ্র করে তুলতে সাহায্য করে।পাতলা করে কাটা শসা চোখের নীচে দিয়ে রাখুন। চোখের নীচের ফোলা ভাব মুহূর্তে দূর হবে। 

বরফ 

চোখের ফোলা ভাব দূর করতে ভরসা রাখতে পারেন এক টুকরো বরফে। একটি সুতির কাপড়ে বরফ নিয়ে চোখের নীচে ভাল করে বুলিয়ে নিন। কিছু ক্ষণ ঘষার পর নিজেই পরিবর্তন দেখতে পারবেন। 

টি ব্যাগ

ত্বকের প্রতিটি কোষ সজীব রাখতে দারুণ সাহায্য করে এই টি ব্যাগ।ব্যবহার করা টি ব্যাগ ফেলে না দিয়ে ফ্রিজে রেখে দিন সকালে তা ৫-৭ মিনিট চোখের তলায় রাখুন, এতে চোখের ফোলা ভাব দূর হবার সাথে সাথে চোখের তলার কালির উপর ও কাজ করবে। 

You might also like!