Life Style News

3 weeks ago

Anti Dandruff Tips: শীতের শুরুতেই খুশকির সমস্যায় জর্জরিত? জেনে নিন সমাধানের টিপস

Anti Dandruff
Anti Dandruff

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শীতের সময় খুশকির সমস্যায় ভোগেন নারী-পুরুষ নির্বিশেষে অনেকেই। আবহাওয়া কিংবা জিনগত কারণে অনেকেই খুশকির সমস্যায় ভোগেন।

চলার পথে দেখবেন অনেকের কাঁধের ওপর সাদা সাদা গুড়ো জমতে দেখা যায়,অনেকের আবার চুল আঁচরালেও সাদা সাদা খুশকি ঝরতে দেখা যায়। এই পরিস্থিতি যেমন নিজের কাছে বিরক্তকর তেমন অপরের কাছেও বিরক্তকরতে। লোক সমাজে এহেন পরিস্থিতি  লজ্জাজনকও বটে।

খুশকির সমস্যা থেকে মাথায়,মুখে ব্রন বা ফু্সকরি হতে পারে। এর থেকে চুলের গ্রোথ হ্রাস পায় পাশাপাশি চুলের গোরা আলগা হতে থাকে। অতিরিক্ত গরম জলে স্নান করলে, নিয়মিত মাথা ভালোভাবে পরিষ্কার না করলে, নিয়মিত চুল না আঁচরালে খুশকির সমস্যা বাড়তে থাকে। বর্তমানে খুশকি থেকে মুক্তি পাওয়ার জন্য বাজারে নানান প্রসাধনী দ্রব্য পাওয়া যায়। অনেকে নিত্যনতুন শ্যাম্পু ব্যবহার করে থাকেন। তবে এইসবের ফল ক্ষণস্থায়ী। 

অতীত থেকেই চুলের যত্নে, ত্বকের যত্নে আয়ুর্বেদীক প্রোডাক্টের জুড়ি মেলা ভার। শুধু একটা মিশ্রণ এক্ষেত্রে দারুন কাজ করবে। জেনে নিন -

প্রথমে একটি বাটিতে এক চামচ দই, ৫-৬টি কারিপাতা এবং সামান্য একটু আদা দিয়ে একসঙ্গে ভালো করে বেটে নিন। এবার ওই মিশ্রণ মাথায় মেখে নিন ভালো করে। অন্তত পক্ষে আধ ঘণ্টা রেখে দিন। কারিপাতা একান্তই না পেলে বাজার থেকে কারিপাতার গুঁড়ো কিনে নিতে পারেন। তবে টাটকা পাতা বেটে নিলেই ভালো।আধঘন্টা পরে ভালো করে ধুয়ে মাথায় শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২-৩ দিন এই পদ্ধতি মেনে চলুন। দেখবেন ৩ সপ্তাহের মধ্যেই পরিবর্তন আপনার চোখে পড়বে।

দইয়ে থাকে অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ, যা চুলকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে। কারিপাতা ত্বকে ছত্রাকজনিত সংক্রমণের হাত থেকে রক্ষা করে। আদা অ্যান্টি-ব্যাক্টেরিয়াল যৌগে পরিপূর্ণ। এই তিনের মিশ্রণে আপনি আপনার খুশকির সমস্যা থেকে মুক্তি পাবেন।


You might also like!