Life Style News

4 months ago

Malda-Digha Special Train:পুজোতেই চলবে মালদ-দিঘা স্পেশাল ট্রেন! কখন,কোথা থেকে ছাড়বে?

Malda-Digha Special Train
Malda-Digha Special Train

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- সামনেই দুর্গাপুজো। আর হাতে গোনা মাত্র ৫২ দিনের অপেক্ষা। এই পরিস্থিতি অনেক মালদাবাসি পুজোতে দিঘায় ঘুরতে যেতে চান। এবার সেই কথা মাথায় রেখে মালদ-দিঘা স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল।

রেল সূত্রে খবর, দুর্গাপুজো, কালীপুজো এবং ছটপুজোর সময় সেই স্পেশাল চালানো হবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী ৫ অক্টোবর থেকে ১ ডিসেম্বরের মধ্যে প্রতি সপ্তাহে এক জোড়া মালদা-দিঘা-মালদা পুজো স্পেশাল ট্রেন চালানো হবে। সবমিলিয়ে ৬,৩০০ বার্থ পাওয়া যাবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। 

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, প্রতি শনিবার মালদা থেকে পুজো স্পেশাল ট্রেন ছাড়বে। আর প্রতি রবিবার দিঘা থেকে মালদাগামী পুজো স্পেশাল ট্রেন চালানো হবে। অর্থাৎ ন'টি ট্রিপ সম্পূর্ণ করবে মালদা-দিঘা পুজো স্পেশাল ট্রেন। একইভাবে দিঘা-মালদা পুজো স্পেশাল ট্রেন সম্পূর্ণ করবে ন'টি ট্রিপ। আপ-ডাউন মিলিয়ে ১৮টি ট্রিপ মিলবে। 

আর প্রান্তিক স্টেশন ছাড়াও রামপুরহাট, সাঁইথিয়া, অন্ডাল, আসানসোল, আদ্রা, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, খড়্গপুর, পাঁশকুড়া, তমলুক এবং কাঁথি স্টেশনে দাঁড়াবে মালদা-দিঘা পুজো স্পেশাল ট্রেন এবং দিঘা-মালদা পুজো স্পেশাল ট্রেন।

৫ অক্টোবর, ১২ অক্টোবর, ১৯ অক্টোবর, ২৬ অক্টোবর, ২ নভেম্বর, ৯ নভেম্বর, ১৬ নভেম্বর, ২৩ নভেম্বর এবং ৩০ নভেম্বর মালদা-দিঘা পুজো স্পেশাল ট্রেন চালানো হবে। আর দিঘা-মালদা পুজো স্পেশাল ট্রেন চালানো হবে ৬ অক্টোবর, ১৩ অক্টোবর, ২০ অক্টোবর, ২৭ অক্টোবর, ৩ নভেম্বর, ১০ নভেম্বর, ১৭ নভেম্বর ২৪ নভেম্বর এবং ১ ডিসেম্বর পর্যন্ত।

প্রতি শনিবার দুপুর ১ টা ২৫ মিনিটে মালদা থেকে ছাড়বে (ট্রেন নম্বর ০৩৪৬৫)। দিঘায় পৌঁছাবে পরদিন ভোর ৪ টেয়। অন্যদিকে, ভোর ৫ টায় দিঘা থেকে ছাড়বে স্পেশাল ট্রেন (ট্রেন নম্বর ০৩৪৬৬)। আর মালদায় পৌঁছাবে সেদিন সন্ধ্যা ৬ টায়। ইতিমধ্যে স্পেশাল ট্রেনের বুকিং শুরু হয়ে গিয়েছে।

You might also like!