kolkata

2 weeks ago

Weather Report: সপ্তাহান্তেই ফিরছে শীত; পারদ পতনেরও ইঙ্গিত, দার্জিলিং-এ বৃষ্টির সম্ভাবনা

Winter Weather
Winter Weather

 

কলকাতা, ৪ ডিসেম্বর : সপ্তাহের শেষে ফের পারদ-পতনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহের শেষেই জমিয়ে শীতের আমেজ ফিরতে পারে দক্ষিণবঙ্গে। আপাতত তিন থেকে চার ডিগ্রি কমতে পারে রাতের তাপমাত্রা। তবে এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও দক্ষিণবঙ্গে পরবর্তী তিন দিনে ৩ থেকে ৪ ডিগ্রি নামতে পারে পারদ। আগের দিনের তুলনায় বুধবার কিছুটা কমেছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা, এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি বেশি।

আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের সর্বত্র সপ্তাহভর আকাশ মূলত পরিষ্কারই থাকবে। উপকূল-সংলগ্ন কিছু জেলায় আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে। হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকতে পারে পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলার কয়েকটি এলাকা। মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায়।

তবে উত্তরবঙ্গে আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রা পরিবর্তনের খুব একটা সম্ভাবনা নেই। কোনও কোনও জেলায় দু’-এক ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। তবে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায়। দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায় শুক্র ও শনিবার হালকা বৃষ্টি কিংবা তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের অন্য জেলাগুলির কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

You might also like!