Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

kolkata

7 months ago

Tathagata Roy: ‘বিচারাধীন বিষয়’, মুখ্যমন্ত্রীর ব্যাখ্যার সমালোচনা তথাগতর

Tathagata Roy
Tathagata Roy

 

কলকাতা, ২৯ মার্চ : বিচারাধীন বিষয় নিয়ে কেলগ কলেজে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ব্যাখ্যার সমালোচনা করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। শনিবার তথাগতবাবু এক্সবার্তায় লিখেছেন, “লন্ডনে লন্ডভন্ড করে অক্সফোর্ডে অক্স (বলদ) এর মত আচরণ করে এলেন দিদিমা । কেলগ কলেজের ছোট্ট সেমিনার রুমে সমালোচকদের প্রশ্নের মুখে দাঁড়িয়ে নাস্তানাবুদ হলেন । অভয়ার ধর্ষণ, মৃত্যু ও প্রমান লোপাটের অভিযোগের মুখে জবাবই দিতে পারলেন না, শুধু বললেন “বিচারাধীন বিষয়, কেন্দ্রের পুলিশ দেখছে”। বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করা যাবে না, এরকম কোনো আইন নেই । যেটা আছে, তা হল কোন মন্তব্য করে বিচারের গতি রুদ্ধ করা যাবে না । আর কেন্দ্র ব্যাপারটার মধ্যে আসার আগেই তো বেলগাছিয়ার বস্তি থেকে তৃণমূলের ক্যাওড়ারা এসে ভাংচুর করে প্রমান লোপাট করে দিয়েছে !”


You might also like!