kolkata

2 months ago

Santosh Mitra Square :দুর্গাপুজো উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর অনুদান ফেরাল সন্তোষ মিত্র স্কোয়্যার

Santosh Mitra Square
Santosh Mitra Square

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  আসন্ন দুর্গাপুজোকে কেন্দ্র করে  নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক থেকে তিনি ঘোষণা করেন, প্রতিটি ক্লাবকে দুর্গাপুজো উপলক্ষ্যে ৮৫ হাজার টাকা করে দেওয়া হবে।রাজ্য সরকারের এই ঘোষণার পর উত্তর কলকাতার অন্যতম অন্যতম জনপ্রিয় পুজো সন্তোষ মিত্র স্কোয়্যার, অনুদান নেবে না বলে ঘোষণা করল।

উত্তর কলকাতার পুজোগুলির মধ্যে অন্যতম বড় পুজো বলেই পরিচিত সন্তোষ মিত্র স্কোয়্যার। ২০২৩-এ ‘রাম মন্দির’ বানিয়ে তাক লাগিয়েছিল সন্তোষ মিত্র স্কোয়্যার । এই পুজোর মূল উদ্যোগতা বিজেপি নেতা সজল ঘোষ। এদিন মুখ্যমন্ত্রীর ঘোষণার খানিক পরেই পুজোর অনুদান নিয়ে তিনি বলেন, ‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই উনি পুজো নিয়ে ভেবেছেন সেই কারণে। আমরা একবার এই অনুদানের টাকা নিয়েছিলাম যখন হাজার দশেক ছিল। সেই সময় ডিএ বা চাকরির দাবিতে রাস্তায় কেউ বসে থাকত না। চাকরির দাবিতে মেয়েরা মাথা কামাতেন না। আজ যখন তারা রাস্তায় বসে আছেন বছরের পর বছর এই টাকা নিলে তাঁদের অভিশাপ লাগবে না? ইতিহাসে থাকার জন্য উনি এগুলো করছেন।’

উল্লেখ্য, এবছর পুজোর অনুদানও বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী। ক্লাবগুলির ফায়ার লাইসেন্স সহ সব কর মকুব করেছে রাজ্য সরকার। পুজো কমিটি পিছু গতবার অনুদান ৭০ হাজার থেকে বেড়ে করা হয়েছে ৮৫ হাজার টাকা। অনুদানের সেই টাকাই ফিরিয়ে দিল সন্তোষ মিত্র স্কোয়্যার।

You might also like!