kolkata

2 weeks ago

One dead after blast in tanker: সিঁথির মোড়ের কাছে তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণে মৃত এক শ্রমিক, জখম একজন

Tanker
Tanker

 

কলকাতা, ৬ ডিসেম্বর : সিঁথির মোড়ের কাছে একটি তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণে এক জন শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও এক জন। তাঁকে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তেলের ট্যাঙ্কার আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটেছে বলে মনে করা হচ্ছে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল।

কিন্তু কী ভাবে ওই তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। আহতের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সাগর। তাঁর সঙ্গেই তেলের ট্যাঙ্কারে কাজ করছিলেন শঙ্কর নামের এক জন। তিনি জখম অবস্থায় আর জি করে চিকিৎসাধীন। শুক্রবার সকালে বিটি রোডের সামনে পুরনো একটি তেলের ট্যাঙ্কারে কাজ চলছিল। ওই ট্যাঙ্কারটি গ্যাস কাটার দিয়ে কেটে ফেলা হচ্ছিল। আচমকা প্রচণ্ড শব্দ হয়। দু’জন শ্রমিক ট্যাঙ্কারে কাজ করছিলেন। তাঁরা গুরুতর জখম হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে এক জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

You might also like!