kolkata

2 hours ago

Mother Teresa's Death Anniversary: পুণ্যতিথিতে মাদার টেরেসাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ, বিশেষ প্রার্থনার আয়োজন

Mother Teresa's Death Anniversary
Mother Teresa's Death Anniversary

 

কলকাতা, ৫ সেপ্টেম্বর : মৃত্যুবার্ষিকীতে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে মাদার টেরেসাকে। মানব দরদী,আজীবন মানব সেবায় ব্রতী মাদার টেরেসাকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন স্মরণ করা হয়। কলকাতার মিশনারিজ অফ চ্যারিটিতে বিশেষ প্রার্থনারও আয়োজন করা হয়েছে। মিশনারিজ অফ চ্যারিটিতে বৃহস্পতিবার সকালে বিশেষ প্রার্থনা করা হয়।

কলকাতার রাস্তা থেকে শুরু করে বিশ্বের হৃদয় পর্যন্ত, তিনি মানবতার প্রতি করুণা, নম্রতা ও সীমাহীন সেবার মূর্ত প্রতীক। একজন আরোগ্যকর্তা, শান্তির প্রতীক, তাঁর উত্তরাধিকার প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রেম ও নিঃস্বার্থতার চেতনাকে অনুপ্রাণিত করে চলেছে।

You might also like!