kolkata

2 months ago

Kolkata Metro: যান্ত্রিক গোলযোগ, ফের থমকে গেল কলকাতার লাইফলাইন মেট্রো

Mechanical disturbance, Kolkata's lifeline metro stopped again
Mechanical disturbance, Kolkata's lifeline metro stopped again

 

কলকাতা, ১৫ অক্টোবর : যান্ত্রিক গোলযোগের কারণে ফের থমকে গেল কলকাতার লাইফলাইন মেট্রো। মঙ্গলবার সকাল পৌনে ৯টা নাগাদ দক্ষিণেশ্বর থেকে গিরীশ পার্ক স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। এর ফলে অফিসের ব্যস্ত সময়ে ভোগান্তির শিকার হতে হয়েছে যাত্রীদের। তবে, গিরীশ পার্ক থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করেছে।

মঙ্গলবার সকালে মেট্রোর তরফে বিভিন্ন স্টেশনে ঘোষণা করা হয়, যান্ত্রিক গোলযোগের কারণে দক্ষিণেশ্বর থেকে গিরীশ পার্ক পর্যন্ত পরিষেবা আপাতত বন্ধ রয়েছে। কখন মেট্রো পরিষেবা স্বাভাবিক হবে, সেই বিষয়ে অবশ্য স্পষ্ট করে কিছু জানানো হয়নি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দমদম এবং নোয়াপাড়া স্টেশনের মাঝে ৭৫০ ভোল্ট বিদ্যুৎ না থাকার কারণেই মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা চলছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।


You might also like!