kolkata

6 hours ago

Mamata Banerjee: যাঁরা ভালো কাজ করেন মহাসমাবেশ থেকে তাঁদের পদোন্নতির বার্তা মমতার

Mamata Banerjee
Mamata Banerjee

 

কলকাতা, ২৭ ফেব্রুয়ারি : আগামী বছরই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের মহাসমাবেশ। এদিন মহাসমাবেশে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, তা জানার অপেক্ষায় ছিল রাজনৈতিক মহল। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, যাঁরা ভালো কাজ করছেন, তাঁদের পদোন্নতি করব। কিন্তু যাঁরা কাজ করেন না, শুধু ভাষণ দেন, বিজেপি-কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করেন না, সাধারণ মানুষের জন্য কাজ করেন না, তাঁদের জন্য আমার কোনও দয়ামায়া নেই। মাটির বাড়িতে থাকা সেই কর্মী যিনি বুক দিয়ে জোড়াফুলকে আঁকড়ে রাখেন আমার সমস্ত দয়ামায়া তাঁর জন্য। উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল থেকেই নেতাজি ইন্ডোরে মহাসমাবেশে আসতে শুরু করেন তৃণমূলের নেতা এবং কর্মীরা। পঞ্চায়েত স্তর থেকে মন্ত্রী স্তর পর্যন্ত নেতারা জড়ো হন।


You might also like!