কলকাতা, ১১ মার্চ : বসন্তেই তীব্র হচ্ছে রোদের দাপট, অসহ্যকর গরমও বাড়ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। মঙ্গলবার সকালে মহানগরী কলকাতায় আরও বাড়ল নূন্যতম তাপমাত্রা। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি বেশি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃদ্ধি পাবে তাপমাত্রার পারদ। কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আপাতত দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে শুষ্কই। ফলে রোদের তেজ ও আর্দ্রতাজনিত অস্বস্তিও অনুভূত হবে। মঙ্গলবার সকালেও তীব্র গরমের অস্বস্তি অনুভূত হয়েছে।