kolkata

1 month ago

Kunal Ghosh :“সিবিআই-এর বদলে সঞ্জয় রাইপন্থী হয়ে উঠলেন কোন্ উদ্দেশ্যে”, কটাক্ষ কুণালের

Kunal Ghosh
Kunal Ghosh

 

কলকাতা, ৫ নভেম্বর : “যাঁরা বলছিলেন কলকাতা পুলিশ নয়, সিবিআই চাই; হাইকোর্ট সিবিআই দিতে যাঁরা তুমুল লম্ফঝম্ফ করে আগুনঝরা বিবৃতি দিয়েছিলেন; এখন তাঁরাই সেই সিবিআই-এর বদলে সঞ্জয় রাইপন্থী হয়ে উঠলেন কোন্ উদ্দেশ্যে?” আর জি কর-কাণ্ডে যাঁরা সিবিআই তদন্ত দাবি করেছিলেন, এভাবে তাঁদের একহাত নিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

মঙ্গলবার তিনি এর সঙ্গে এক্সবার্তায় লেখেন, “আপনারা সিবিআই চেয়েছিলেন, সিবিআই যাবতীয় তদন্ত করে দেখেছে ধর্ষণ ও খুনে কলকাতা পুলিশের গ্রেফতারি সঠিক ছিল। আপনারা বহু পক্ষ সুপ্রিম কোর্টে আইনজীবী দিয়েছেন। সুপ্রিম কোর্ট সিবিআই তদন্ত মনিটর করছে।

তারপরেও আপনারা সিবিআই তদন্তে আস্থা না রেখে নিজেদের ইচ্ছেমত কল্পকাহিনি দিয়ে বাজার গরম করছেন। তাহলে সিবিআই তদন্ত চেয়েছিলেন কেন?

কারা আবার বলছেন, বিপুল তহবিলের দখল রাখতে জটিলতা, প্রতিবাদ, আন্দোলনের জলঘোলা চালাতে হবে। ঠিক? জানি না। বিচার, শাস্তি আমরা সবাই চাই। কিন্তু সিবিআই ডেকে এনে তারপর তাদের তদন্তও আপনাদের না মানার কারণ কী?”

You might also like!