কলকাতা, ৩ ডিসেম্বর : মেডিক্যাল কলেজে ভর্তির কোটা মামলায় এবার তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া-সহ একাধিক স্থানে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। হলদিয়ার পাশাপাশি তল্লাশি চলছে কলকাতা এবং দুর্গাপুরেও।
টাকার বিনিময়ে ভুয়ো সার্টিফিকেট জমা দিয়ে মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে বলে অভিযোগ। এই মামলার তদন্ত করছে ইডি। সেই তদন্তেই মঙ্গলবার সকাল থেকে হলদিয়া, কলকাতা ও দুর্গাপুরে তল্লাশি অভিযানে নেমেছে ইডি।