kolkata

1 month ago

Special train for Tarakeshwar:যাত্রী সুবিধার্থে প্রয়াস রেলের, সোমবার তারকেশ্বর ও শেওড়াফুলির মধ্যে চলবে বিশেষ ট্রেন

Special train for Tarakeshwar
Special train for Tarakeshwar

 

কলকাতা, ৪ আগস্ট : শ্রাবণী মেলা উপলক্ষ্যে তারকেশ্বর-শেওড়াফুলির মধ্যে স্পেশাল ট্রেন চালাবে রেল। শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল ঢালতে লক্ষ লক্ষ তীর্থযাত্রী তারকেশ্বর যান। শিবঠাকুরের এই জলাভিষেকের সবচেয়ে আদর্শ দিন সোমবার। ভক্তদের কাছে দিনটি ‘বাবার বার’। সেই সূত্রে মূলত এই মাসের সোমবার ট্রেনগুলিতে তিল ধারণের জায়গা থাকে না। বিষয়টি মাথায় রেখে রেল কর্তৃপক্ষ এই স্পেশাল ট্রেন তিনটি সোমবার চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ৫, ১২ ও ১৯ আগস্ট, সপ্তাহের প্রথম কাজের দিনে বিশেষ এই তারকেশ্বর-শেওড়াফুলি লোকাল চলবে। এই দিনগুলিতে স্পেশাল ট্রেনটি সকাল ১০টা ৩ মিনিটে তারকেশ্বর থেকে ছাড়বে। যাত্রী নিয়ে সকাল ১০টা ৫০ মিনিটে শেওড়াফুলি পৌঁছবে। ফিরতি রুটে ট্রেনটি শেওড়াফুলি থেকে সকাল ১০টা ৫৮ মিনিটে যাত্রা করবে। তীর্থযাত্রীদের নিয়ে সকাল ১১টা ৪৮ মিনিটে তারকেশ্বর পৌঁছবে সেটি।

You might also like!