kolkata

2 months ago

Fire at ESI Hospital in Sealdah:শিয়ালদহের ইএসআই হাসপাতালে অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই

Fire at ESI Hospital in Sealdah
Fire at ESI Hospital in Sealdah

 

কলকাতা, ১৮ অক্টোবর : কলকাতায় ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল শিয়ালদহের ইএসআই হাসপাতালে। দমকলের ১০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। শুক্রবার ভোর ৫টা নাগাদ হাসপাতালের দোতলা থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখা যায়। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকলকে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। দমকলের তরফে জানানো হয়েছে, সকাল ৭.৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ওই হাসপাতালে ৮০ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। ভোরে যখন হাসপাতালে আগুন লাগে, তখন অনেকেই ঘুমিয়ে রয়েছেন। এই পরিস্থিতিতে অধিকাংশ রোগীকেই নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। হতাহতের ঘটনা না ঘটলেও হাসপাতালের পরিকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা, তা স্পষ্ট নয়। আগুন লাগার খরব পেয়ে হাসপাতাসে পৌঁছন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। দমকল কর্মীদের সাহসিকতার প্রশংসা করেছেন তিনি।

You might also like!