দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ''অসীম সরকারের বাবার দেশ নয় ভারতবর্ষ। কেন্দ্রীয় সরকার ইচ্ছে করলেই এসব করতে পারে না। কারণ সংবিধানে তা বলা নেই।'' বিজেপি বিধায়ক অসীমবাবুর একটি মন্তব্যের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে এ কথা বলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
অসীমবাবু এদিন সংবাদমাধ্যমে বলেন, কেন্দ্রীয় সরকারের কাছে তিনি আর্জি জানাবেন যাতে সব মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় এবং বাংলাদেশের সব হিন্দুদের এদেশে আনা হয়। বিজেপি বিধায়ক অসীম সরকারের এই মন্তব্যে আপত্তি জানিয়ে কড়া আক্রমণ করেছে তৃণমূল।
ফিরহাদ বলেন, যে দেশই হোক, সব জায়গায় সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব সংখ্যাগুরুদের। আর বাংলাদেশে যা হচ্ছে তার প্রতিবাদ গোটা দেশ করছে, বাংলাও করছে। যা ঘটছে তা লজ্জাজনক এবং উদ্বেগজনকও বটে।
ফিরহাদের কথায়, বাংলাদেশে যা হচ্ছে তাতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। সেখানে এখন কোনও সরকারই নেই, আর মহম্মদ ইউনুসের ক্ষমতা নেই কট্টরপন্থীদের বিরুদ্ধে লড়াই করার। তবে দ্রুত এইসব ঘটনার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছেন কলকাতার মেয়র।