কলকাতা, ৬ ডিসেম্বর : মহানগরী কলকাতায় একটু একটু করে কমছে তাপমাত্রার পারদ, চলতি সপ্তাহের শেষেই ১৫ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে কলকাতার তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রিতে নেমে যেতে পারে। এমনকি, দার্জিলিং ও কালিম্পঙের উঁচু জায়গাগুলিতে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার দাপটেই রাতের পারদ নামতে পারে দক্ষিণবঙ্গে। পআগামী তিন দিনে তাপমাত্রা এক ধাক্কায় ৩ থেকে ৪ ডিগ্রি কমে যেতে পারে। তবে রাজ্য জুড়ে কনকনে শীত পড়ার সম্ভাবনা আপাতত নেই। কারণ, আগামী সপ্তাহের শুরুতেই আসছে পশ্চিমি ঝঞ্ঝা। সে কারণে ফের উধাও হবে শীত। তাই আগামী সপ্তাহের শুরুর দু’-তিন দিন ফের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.১ ডিগ্রি বেশি।