কলকাতা, ২২ আগস্ট : বীরভূমের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার জেলা সফরে যাচ্ছেন পূর্ব বর্ধমানে। আগামী ২৬ আগস্ট, মঙ্গলবার সেখানে প্রশাসনিক বৈঠক রয়েছে। শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট সংলগ্ন এলাকায় বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাইস্কুলে ওই বৈঠকটি হবে। ইতিমধ্যেই জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের কাছে ওই বার্তা পৌঁছে গিয়েছে। নিরাপত্তার খাতিরেই এই মুহূর্তে বিস্তারিত জানানো হয় নি। তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। রাজ্য সচিবালয় নবান্নের সূত্রে এই বিিষয়ে জানা গিয়েছে। বেশ কিছু সরকারি কর্মসূচী নিয়েই মুখ্যমন্ত্রী পূর্ব বর্ধমান জেলা সফরে যাচ্ছেন। আগামী মঙ্গলবার তাঁর কলকাতা থেকে বর্ধমান সরাসরি পৌঁছে এক সরকারি অনুষ্ঠানে যোগদানের কর্মসূচি রয়েছে। ওই মঞ্চ থেকেই জমির পাট্টা বিলি সহ বিভিন্ন সরকারি সামাজিক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে। এছাড়াও বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন তিনি এবং রাজ্য সরকারের তরফেও উন্নয়ন পরিকল্পনার অঙ্গ হিসেবে বেশ কিছু নতুন প্রকল্পের শিলান্যাস কর্মসূচীও রয়েছে।