kolkata

2 months ago

CBI's probe into OMR corruption continues:ওএমআর দুর্নীতির খোঁজে অব্যাহত সিবিআই-এর তল্লাশি অভিযান

CBI's probe into OMR corruption continues
CBI's probe into OMR corruption continues

 

কলকাতা, ১১ জুলাই : কলকাতা হাইকোর্টের রায়ের পর মঙ্গলবার থেকেই ওএমআর দুর্নীতির খোঁজে অভিযানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দুই দিন সাড়ে উনিশ ঘণ্টা তল্লাশি চালানোর পর বৃহস্পতিবারেও সাদার্ন অ্যাভিনিউয়ে এস বসু রায় অ্যান্ড কোম্পানির অফিসে হানা দেয় সিবিআই। এদিনও সিবিআই –এর কাজে সহায়তা করার জন্য ছিল সাইবার বিশেষজ্ঞদের দল।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর কারচুপির অভিযোগে আগেই সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ফের হাইকোর্টে ওএমআর সংক্রান্ত রিপোর্ট জমা দেয় সিবিআই। এরপরই ওএমআর রহস্য উন্মোচনে ডিজিটাল ডেটা উদ্ধারে প্রয়োজনে সরকারি-বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থা এবং সাইবার এথিক্যাল হ্যাকারেরও সাহায্য নিতে পারে কেন্দ্রীয় এজেন্সি, এমটাই নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। হাইকোর্টের নির্দেশ মতো মঙ্গলবার সকাল থেকে ওএমআর দুর্নীতির রহস্য উন্মোচনে সাদার্ন অ্যাভিনিউয়ে এস বসু রায় অ্যান্ড কোম্পানির অফিসে হানা দেয় সিবিআই। দুই দিন সাড়ে উনিশ ঘণ্টা তল্লাশি চালানোর পর বৃহস্পতিবার ফের হানা কেন্দ্রীয় এজেন্সির। এনিয়ে পর পর তিনদিনের ওএমআর দুর্নীতির তদন্তে ওই অফিসের দুটি সার্ভার বাজেয়াপ্ত করেছে সিবিআই।বাজেয়াপ্ত সার্ভারগুলি ফরেন্সিক বিভাগে পাঠানো হয়েছে। কতগুলি ডেটা মুছে ফেলা হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, এর আগেও সাদার্ন অ্যাভিনিউয়ে এস বসু রায় অ্যান্ড কোম্পানির অফিসে হানা দিয়েছিলো সিবিআই। সেই সময় ওএমআর দুর্নীতি সংক্রান্ত কোনও তথ্য তারা পায়নি। পুনরায় সেই একই জায়গায় পর পর তিনদিন অব্যহত সিবিআই অভিযান।

You might also like!