kolkata

4 months ago

TMC leader attacked:জয়নগরে তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা-গুলি,বিজেপির দিকে আঙুল তুলল তৃণমূল

TMC leader attacked
TMC leader attacked

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি।জয়নগরে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের উপর হামলা চালানো চালানোর অভিযোগ উঠল। আহত ওই পঞ্চায়েত সদস্যের নাম তপন মণ্ডল। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে জয়নগর লোকসভা কেন্দ্রের বকুলতলা থানা এলাকার গড়দেওয়ানীতে। । মঙ্গলবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে ভোটের আগে থমথমে জয়নগর। এই ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছে শাসকদল তৃণমূল।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। চলছে পুলিশি টহল।

জখম তপন মণ্ডল, জয়নগরের গড়দেওয়ানি পঞ্চায়েতের তৃণমূল সদস্য। তিনি মঙ্গলবার রাতে ভোটার স্লিপ গুছিয়ে রাখছিলেন। অভিযোগ, সেই সময় বাইকে চড়ে একদল দুষ্কৃতী ঘটনাস্থলে পৌঁছয়। তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। যদিও গুলি লাগেনি। পাশেই এক দোকানে লুকিয়ে পড়ার চেষ্টা করেন। তবে তাতেও শেষরক্ষা হয়নি। অভিযোগ, লুকোতে গেলে তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমা ছোড়ে। পরিস্থিতি বেগতিক বুঝে এর পরই এলাকা ছাড়ে দুষ্কৃতীরা।

বোমার স্প্লিন্টারে গুরুতর জখম হন তৃণমূল পঞ্চায়েত সদস্য। যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি জয়নগর নিমপীঠ রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন তৃণমূল নেতা। আগামী ১ জুন, জয়নগর লোকসভা কেন্দ্রে ভোটাভুটি। তার ঠিক আগে এই ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক আকচাআকচি। তৃণমূলের দাবি, এই ঘটনার নেপথ্যে রয়েছে বিজেপি। যদিও পদ্ম শিবিরের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কে বা কারা হামলা চালাল, দুষ্কৃতীদের ইন্ধনই বা জোগাল কে, তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও এখনও কেউই আটক কিংবা গ্রেপ্তার হয়নি।


You might also like!