কলকাতা, ৭ মার্চ : কলকাতা পুলিশের অফিসারদের জন্য এলএলবি ডিগ্রি পরীক্ষায় টোকাটুকি নিয়ে মন্তব্য করলেন বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। শুক্রবার তিনি এক্সবার্তায় কলেজের সংশ্লিষ্ট নির্দেশিকার প্রতিলিপি যুক্ত করে লিখেছেন, “টোকার রাজ্য পশ্চিমবঙ্গ। কর্মরত আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস, ডব্লিউবিপিএস এবং কলকাতা পুলিশের অফিসারদের জন্য এলএলবি ডিগ্রি দিতে আইন কলেজ খুলেছে কলকাতা পুলিশ। তার পরীক্ষা চলছে।
আমলা-অফিসাররা এত টুকছেন যে কলেজের অধ্যক্ষ নোটিস জারি করে টুকলি বন্ধ করার অনুরোধ করেছেন। রাজ্যে যখন উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে তখন পরীক্ষার্থীদের টোকা বন্ধ করতে যে আমলা-পুলিশ খুব কড়া, তারা নিজেদের পরীক্ষায় ফেলে টুকছেন। আজব বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে সর্বক্ষেত্রে চিটিং করাটাই সারসত্য। বাংলা এবং বাঙালির অধঃপতনের আরও এক নজির।”