kolkata

2 hours ago

Newtown Accident: নিউটাউনের বিশ্ব বাংলা মোড়ের কাছে দুর্ঘটনায় মৃত্যু স্কুটারচালক এক মহিলার

Newtown Accident
Newtown Accident

 

কলকাতা, ৪ সেপ্টেম্বর : নিউটাউনের বিশ্ব বাংলা মোড়ের কাছে বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনায় মৃত্যু হল স্কুটারচালক এক মহিলার। তাঁর নাম বনশ্রী কুণ্ডু পাল। সূত্রের খবর, যাত্রাগাছির দিক থেকে এসে বিশ্ব বাংলা গেটের আগে সিগন্যাল থেকে বিমানবন্দরের দিকে ইউ টার্ন নিচ্ছিলেন ওই মহিলা। সেই সময়ে বিমানবন্দরমুখী লেন ধরে যাচ্ছিল একটি বেসরকারি বাস। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বনশ্রীর স্কুটারে। ছিটকে পড়েন ওই মহিলা। তখনই বাসটি তাঁকে পিষে দেয়।
জানা গেছে, পুলিশ রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা গেছে, নিউটাউনেই একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন বনশ্রী।

You might also like!