kolkata

2 months ago

Rain forecast in West Bengal:২৩-২৪ অক্টোবর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, সমুদ্রে যেতেও নিষেধাজ্ঞা

Rain forecast in West Bengal
Rain forecast in West Bengal

 

কলকাতা, ১৯ অক্টোবর : বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপের ভ্রুকুটি। আগামী ২২ অক্টোবর নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে মধ্য বঙ্গোপসাগরে। এরপর সেটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৪ অক্টোবর নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপের প্রভাবে আগামী ২৩ ও ২৪ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে উত্তাল থাকবে সমুদ্র। ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

সমুদ্র যেহেতু উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীদের ২৩ অক্টোবর পর্যন্ত সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, নিম্নচাপের প্রভাবে ২৩ ও ২৪ অক্টোবর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সমুদ্রও উত্তাল থাকতে পারে, তাই ২৩ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হচ্ছে।


You might also like!