International

1 year ago

Wearing abaya is going to be banned: সরকারি স্কুলে এবার নিষিদ্ধ হতে চলেছে আবায়া পরা

Wearing abaya is going to be banned (Symbolic Picture)
Wearing abaya is going to be banned (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রবিবার ফ্রান্সের শিক্ষামন্ত্রী জানান দেশের সরকারি স্কুলে মুসলিম ছাত্রীদের আবায়া পরা নিষিদ্ধ হতে চলেছে। আবায়া হল শরীর ডেকে রাখা ঢিলেঢালা একধরনের পোশাক, যা মুসলিম মেয়েরা পরে।সেপ্টেম্বরেই শুরু হচ্ছে ফ্রান্সের নতুন স্কুল মরশুম। আর তা শুরুর আগেই এমন ঘোষণা করতে চলেছে ফরাসি প্রশাসন। 

উল্লেখ্য, ২০০৪ সালে মাথার স্কার্ফ বা হিজাব পরা নিষিদ্ধ হয়েছিল ফ্রান্সের স্কুলে। পরে ২০১০ সালে জনসমক্ষে মুখঢাকা পোশাক পরাতেও জারি হয়েছিল নিষেধাজ্ঞা। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছিলেন সেদেশের ৫০ লক্ষ মুসলিমরা,এর মধ্যেই এবার নিষিদ্ধ হল আবায়া।

ফ্রান্সের শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আটাল জানিয়েছেন, ‘স্কুলে আর আবায়া পরা যাবে না। কেউ ক্লাসে এলে যেন তাদের পোশাক দেখে ধর্ম না বোঝা যায়। এমনটাই সিদ্ধান্ত নিয়েছি আমি।’ প্রসঙ্গত, বেশ কয়েক মাস ধরে মুসলিম শিক্ষার্থীদের আবায়া পরা নিয়ে বিতর্ক ঘনিয়েছিল। এরপরই  এই পদক্ষেপ করতে চলেছে পশ্চিম ইউরোপের দেশটি।

You might also like!