International

11 months ago

Samia Suluhu Hassan: তানজানিয়ার প্রেসিডেন্টকে রাষ্ট্রপতি ভবনে উষ্ণ সংবর্ধনা, ভারতের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন সামিয়ার

Warm welcome to Tanzanian President at Rashtrapati Bhavan, Samia expresses gratitude to India
Warm welcome to Tanzanian President at Rashtrapati Bhavan, Samia expresses gratitude to India

 

নয়াদিল্লি, ৯ অক্টোবর: রাষ্ট্রপতি ভবনে উষ্ণ সংবর্ধনা জানানো হয়েছে তানজানিয়ার রাষ্ট্রপতি সামিয়া সুলুহু হাসানকে। সোমবার সকালে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা গ্রহণ করেছেন তানজানিয়ার রাষ্ট্রপতি। চার দিনের সফরে ভারতে এসেছেন তানজানিয়ার রাষ্ট্রপতি সামিয়া সুলুহু হাসান, সোমবার সকালে তাঁকে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক স্বাগত জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর-সহ অন্যান্যরা।

ভারতের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তানজানিয়ার রাষ্ট্রপতি সামিয়া সুলুহু হাসান বলেছেন, "আমাদের দুই দেশের মধ্যে চমৎকার বিদ্যমান সম্পর্কের জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। এই সফর থেকে আমার প্রত্যাশা হল এটি রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন পথ খুলে দেবে, যা আমাদের দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের দিকে নিয়ে যাবে।" সামিয়া বলেছেন, "এই সফর থেকে আমার প্রত্যাশা হচ্ছে, এটি রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের নতুন পথ খুলে দেবে। আমার দেশ আশা করছে, আমাদের পূর্বপুরুষদের দ্বারা প্রতিষ্ঠিত আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক দশকের পর দশক অব্যাহত থাকবে।" পরে রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন সামিয়া।

You might also like!