International

1 year ago

Volodymyr Zelensky :প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণ করলেন জেলেনস্কি

Defense Minister Oleksii Reznikov (left) and Ukrainian President Volodymyr Zelensky
Defense Minister Oleksii Reznikov (left) and Ukrainian President Volodymyr Zelensky

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃরাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভকে বহিষ্কার করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে জেলেনস্কি বিষয়টি নিশ্চত করেন। তবে ওলেকসি রেজনিকভকে যুক্তরাজ্যে ইউক্রেনের নতুন দূত হিসেবে নিয়োগ দেয়া হতে পারে বলে জানিয়েছে ইউক্রেনের সংবাদমাধ্যমে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে রাশিয়া। এর আগে থেকেই ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ওলেকসি রেজনিকভ। চলমান যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে দেশকে এগিয়ে নিচ্ছিলেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনে ৫৭ বছর বয়সী ওলেকসি রেজনিকভ বেশ পরিচিত একজন ব্যক্তি। ইউক্রেন যুদ্ধ শুরুর পর তাকে পশ্চিমা মিত্রদের সঙ্গে দফায় দফায় বৈঠক করতে দেখা গেছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের কাছ থেকে ইউক্রেনের অর্থ, অস্ত্র ও সামরিক সহায়তা পাওয়ার পেছনে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তবে ওলেকসি রেজনিকভের মন্ত্রণালয়ের বিরুদ্ধে দুর্নীতির কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। এ কারণে আগে থেকে গুঞ্জন ছিল, প্রেসিডেন্ট জেলেনস্কি তাকে পদ থেকে সরিয়ে দিতে পারেন।

জাতির উদ্দেশে দেয়া ভাষণে জেলেনস্কি জানান, ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর পদে ওলেকসি রেজনিকভের উত্তরসূরি হিসেবে রুস্তেম উমেরভকে মনোনীত করেছেন তিনি। রুস্তেম উমেরভ ইউক্রেনের রাষ্ট্রীয় সম্পত্তি তহবিলের পরিচালক।

তবে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নিতে রুস্তেম উমেরভের পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন হবে।

এ বিষয়ে জেলেনস্কি তার ভাষণে বলেন, ‘আমি মনে করি, প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নতুন করে সাজানোর প্রয়োজন রয়েছে। এই মন্ত্রণালয়ের নতুন পন্থা দরকার, যাতে সমাজ ও সামরিক বাহিনীর মধ্যে এই মন্ত্রণালয় মিথস্ক্রিয়া ঘটাতে পারে।’


You might also like!