International

1 year ago

Earthquake in Nepal:৫.৩ ও ৬.৩ তীব্রতার জোড়া ভূমিকম্প পশ্চিম নেপালে, কেঁপে উঠল দিল্লি-সহ ভারতে নানা রাজ্য

Earthquake in  Nepal
Earthquake in Nepal

 

কাঠমান্ডু ও নয়াদিল্লি, : জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিম নেপাল। নেপালে অনুভূত হওয়া ভূমিকম্পের জেরে কেঁপে উঠেছে ভারতের রাজধানী দিল্লি-সহ নানা রাজ্যে। নেপালের জাতীয় ভূমিকম্প মনিটরিং ও রিসার্চ সেন্টারের মতে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৩ ও ৬.৩। যদিও, ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা ছিল যথাক্রমে ৪.৬ ও ৬.২। মঙ্গলবার বিকেলে পশ্চিম নেপালের বাজহাং জেলায় দু''বার ভূমিকম্প অনুভূত হয়।

প্রথমে  ২.৪০ মিনিট নাগাদ নেপালে ৫.৩ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। এরপর ৩.০৬ মিনিট নাগাদ ৬.৩ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। নেপালে ভূপৃষ্ঠের মাত্র ১০ ও ৫ কিলোমিটার গভীরে ভূমিকম্প অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, মঙ্গলবার দুপুর ২.২৫ মিনিট নাগাদ নেপালে ৪.৬ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। এরপর ২.৫১ মিনিট নাগাদ ৬.২ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। কম্পন টের পাওয়া যায় নেপালের রাজধানী কাঠমান্ডুতেও। নেপালে অনেক বাড়িতে ভূমিকম্পের জেরে ফাটল দেখা গিয়েছে।

দিল্লি-এনসিআর-এর পাশাপাশি উত্তর প্রদেশের লখনউ, হাপুর, আমরোহাতেও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্প অনুভূত হয়েছে উত্তরাখণ্ড, পঞ্জাব ও গুজরাতেও। কম্পন টের পাওয়া মাত্রই মানুষজন ঘর-বাড়ি থেকে বেরিয়ে আসেন। এখনও ভারতের কোথাও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। এদিন কম্পন অনুভূত হওয়া মাত্রই দিল্লির নির্মাণ ভবন থেকে অন্যান্য আধিকারিক ও কর্মীদের সঙ্গে বাইরে বেরিয়ে আসেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজির বিজ্ঞানী সঞ্জয় কুমার প্রজাপতি বলেছেন, ভূমিকম্প অনুভূত হয় পশ্চিম নেপালে, যা আমাদের উত্তরাখণ্ড অঞ্চলের কাছে একটি অঞ্চল...এটি ছিল ৬.২ মাত্রার ভূমিকম্প যা ৫ কিমি গভীরে ছিল। আমরা দু''টি আফটারশক রেকর্ড করেছি...দিল্লি অঞ্চলে তীব্রতা ছিল ৩...আমরা উত্তরাখণ্ড, পঞ্জাব, দিল্লি, লখনউ অঞ্চল, জয়পুর অঞ্চলে অনুভূত হয়েছে বলে মানুষের কাছ থেকে প্রতিক্রিয়া পেয়েছি৷ আহমেদাবাদ অঞ্চলের কয়েকজন মানুষ আমাদের বলছে তাঁরা সেখানেও ভূমিকম্প অনুভব করেছেন।

You might also like!