International

9 months ago

Oldest Bulb in the World : বিশ্বের প্রাচীনতম বাল্ব!জ্বলছে ১২৩ বছর ধরে

Oldest Bulb in the World (Collected)
Oldest Bulb in the World (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ একটি বাল্ব দীর্ঘ সময় ধরে জ্বলে নাম তুলে ফেললোগিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। আজকের সময়ে দাঁড়িয়ে যাখানে একটি বাল্বের আয়ু ১ মাসের বেশী নয় সেখানে এই বাল্বটি ১০০ বছরের ও বেশী সময় ধরে জ্বলছে।

 আমেরিকার ক্যালিফোর্নিয়ায় রয়েছে লিভারমোর দমকল কেন্দ্র। সেখানে লাগানো একটি বাল্বের নাম উঠেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। ১৮৯৯ থেকে ১৯০০ সালের মধ্যে তৈরি হয়েছিল সেই বাল্ব। ওহিয়োয় অবস্থিত শেলবি ইলেক্ট্রিক নামের এক সংস্থা এই বাল্ব তৈরি করেছিল। ১৯০১ সালে লিভারমোর দমকল বাহিনীর অফিসে সেই বাল্ব লাগানো হয়েছিল। তখন থেকে এখনও জ্বলছে ওই বাল্ব। ১২৩ বছর ধরে পরিষেবা দিচ্ছে ওই বাল্ব। 

জানা গিয়েছে, যে সময় এই বাল্ব তৈরি হয়েছিল, সে সময় ইলেক্ট্রিক বাল্বের প্রচলন অনেকটাই কম ছিল। মূলত কেরোসিনের বাতি ব্যবহৃত হত। এটিই ছিল ওই অফিসে লাগানো প্রথম বাল্ব। যা এখনও জ্বলছে। এখনও নিয়ম করে বাল্বটি জ্বালানো হয় বলে জানিয়েছেন ওই দমকল দফতরের আধিকারিকরা।

You might also like!