International

10 months ago

Henry Kissinger Dead: :নোবেল শান্তি পুরস্কার জয়ী হেনরি কিসিঞ্জার প্রয়াত, ছাপ রেখেছিলেন মার্কিন বিদেশনীতিতে

Henry Kissinger Dead
Henry Kissinger Dead

 

ওয়াশিংটন, ৩০ নভেম্বর : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন বিদেশ সচিব ও নোবেল শান্তি পুরষ্কার জয়ী হেনরি কিসিঞ্জার প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। দু'জন রাষ্ট্রপতির আমলে বিদেশ দফতর সামলানো কিসিঞ্জার মার্কিন বিদেশ নীতিতে উল্লেখযোগ্য ছাপ রেখেছিলেন। মৃত্যুর কয়েকদিন আগেও রাজনৈতিক মহলে বেশ সক্রিয় ছিলেন তিনি। হেনরি কিসিঞ্জারের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, বুধবার কানেকটিকাটে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন হেনরি কিসিঞ্জার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। আমেরিকার দুই প্রেসিডেন্টের আমলে বিদেশ সচিব হিসাবে কাজ করেছেন কিসিঞ্জার। প্রথমে রিচার্ড নিক্সনের নেতৃত্বাধীন প্রশাসনে, পরে জেরাল্ড ফোর্ডের আমলে। একাধিক বিতর্কেও জড়িয়েছে কিসিঞ্জারের নাম। যেমন মানবাধিকারের প্রশ্নে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে দ্বন্দ্বের পরিবেশ বজায় রাখা, চিলির মতো বেশ কিছু দেশে স্বৈরাচারী শাসকদের মদত দিয়ে যাওয়া ইত্যাদি একাধিক অভিযোগে অভিযুক্ত ছিলেন শতায়ু এই কূটনীতিক।


You might also like!