International

3 months ago

Haj Pilgrim: মৃতের সংখ্যা ১৩০০ পেরোল সৌদিতে, অধিকাংশই নথিভুক্তহীন হজযাত্রী

The death toll exceeds 1,300 in Saudi Arabia
The death toll exceeds 1,300 in Saudi Arabia

 

মক্কা, ২৪ জুন: সৌদি আরবে এবারের হজযাত্রায় গিয়ে প্রাণ হারালেন ১৩০০-র বেশি হজযাত্রী। সৌদি সরকার জানিয়েছে, অত্যধিক গরমের কারণেই এত মৃত্যু। গরমজনিত অসুস্থতায় বর্তমানে সৌদির বিভিন্ন হাসপাতালে আরও ৯৫ জন চিকিৎসাধীন বলেও জানিয়েছে সে দেশের স্বাস্থ্য মন্ত্রক। মৃতদের মধ্যে অধিকাংশই নথিভুক্তহীন হজযাত্রী।

সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ফাহ্‌দ বিন আব্দুররহমান আল-জালাজেল জানিয়েছেন, সরকারি হিসাব অনুযায়ী, হজযাত্রায় ১৩০১ জন বিদেশির মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৮৩ শতাংশ পুণ্যার্থীই অননুমোদিত। প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘ পথ হেঁটে তাঁরা মক্কায় পৌঁছন। হজের পর তাঁদের মধ্যে অনেকের মৃত্যু হয়েছে। মক্কায় এখনও কিছু মানুষ চিকিৎসাধীন। অসুস্থদের মধ্যে কয়েক জনকে আবার আকাশপথে জরুরি ভিত্তিতে রাজধানী শহর রিয়াধেও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।


You might also like!