International

1 year ago

Sri Lankan Foreign Minister Ali Sabri:সন্ত্রাসীরা কানাডায় নিরাপদ স্বর্গ পেয়ে গেছে, ভারতের পাশে শ্রীলঙ্কা

Terrorists have found safe havens in Canada, Sri Lanka next to India
Terrorists have found safe havens in Canada, Sri Lanka next to India

 

কলম্বো  : ভারত ও কানাডার মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী আলি সাবরি। তিনি বলেছেন, সন্ত্রাসীরা কানাডায় নিরাপদ স্বর্গ পেয়ে গেছে। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রূডো কোনও প্রমাণ ছাড়াই সাংঘাতিক অভিযোগ করেছেন।

গেল ১৮ সেপ্টেম্বর কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো তার দেশে খালিস্তান টাইগার ফোর্সের প্রধান হরদীপ সিং নিজ্জরকে হত্যার সঙ্গে ভারতের জড়িত থাকার অভিযোগ তোলেন। এ নিয়ে দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকে। অবশ্য ভারত হরদীপ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এই অবস্থায় কানাডা ইস্যুতে ভারতের পাশে শ্রীলঙ্কা । শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী আলি সাবরি বলেন, শ্রীলঙ্কা নিয়েও কানাডা একই কাজ করেছিল। তারা দাবি করেছিল, শ্রীলঙ্কায় গণহত্যা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। সবাই জানে আমাদের দেশে কোনও গণহত্যা হয়নি।

কানাডার পার্লামেন্টে এক সৈনিককে সম্মান প্রদান, দাঁড়িয়ে ট্রুডোর হাততালির কথা তুলে ধরে সাবরি বলেন, আমি গতকাল দেখলাম, তিনি গেলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের সঙ্গে যুক্ত একজনকে জোরালো অভ্যর্থনা জানিয়েছেন। এটি সন্দেহজনক।

তিনি বলেন, গণহত্যা নিয়ে ট্রুডোর মন্তব্যে কানাডা ও শ্রীলঙ্কার মধ্যকার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

You might also like!