International

1 year ago

Taslima Nasreen:"কোরানই নাকি তাদের বিজ্ঞান", ভারতের চন্দ্রজয়ে" দুই পড়শিকে তোপ তসলিমার

Taslima Nasreen
Taslima Nasreen

 

কলকাতা, ২৪ আগস্ট  : বুধবার সন্ধ্যায় ভারতের চন্দ্রজয়ে আনন্দ প্রকাশ করেছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। সেই সঙ্গে তিনি একহাত নিয়েছেন পাকিস্তান ও বাংলাদেশকে।

তসলিমা লিখেছেন,“ভারত এখন চাঁদে। চন্দ্রযান-৩ আলতো ভাবে চাঁদের মাটিতে পা রাখলো এই মাত্র। অভিনন্দন ভারত। অনেকে বলবে, এত দারিদ্র, এত লোক খেতে পায় না, এত লোকের বাড়িতে টয়লেট নেই, কী দরকার চাঁদে গিয়ে, এত টাকা খরচ করে?

আমি বলবো, বিজ্ঞানের অগ্রগতির দরকার সব সময়। একই সঙ্গে দারিদ্রও দূর করা দরকার, শিক্ষা, স্বাস্থ্য, সচেতনতাও বাড়ানো দরকার। একটির উন্নতি করতে গেলে আরেকটির উন্নতি স্থগিত রাখতে হয় না।

ভারতের এককালের অংশ বাংলাদেশ এবং পাকিস্তানের কি আগামী ১০০ বছরে চাঁদে পা রাখা সম্ভব? না। তারা ধর্মে ডুবে আছে, বিজ্ঞানকে দূরে সরিয়ে। কোরানই নাকি তাদের বিজ্ঞান। যতদিন কোরান তাদের বিজ্ঞান শেখাবে, ততদিন তাদের দৌড় মসজিদ পর্যন্ত, চাঁদ বা মঙ্গলগ্রহ পর্যন্ত নয়।”

You might also like!