International

9 months ago

Margrethe II queen of Denmark: ডেনমার্কের সিংহাসন ছাড়াছেন রানী! এবার মসনদে কে?

Margrethe II queen of Denmark (Collected)
Margrethe II queen of Denmark (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিতাল ডেস্কঃ রবিবার বর্ষবরণের আগে ডেনমার্কের একটি চ্যানেলের অনুষ্ঠানে অংশ নেন মার্গারেট। সেখানেই রানির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করেন ৮৩ বছর বয়সি মার্গারেট।ছেলে প্রিন্স ফ্রেডরিক তাঁর স্থলাভিষিক্ত হবেন বলে ও জানিয়েছেন তিনি। আগামী ১৪ জানুয়ারি রানির সিংহাসনে ৫২ বছর পূর্তি। ওই দিন আনুষ্ঠানিক ভাবে সিংহাসন ত্যাগ করবেন তিনি।

১৯৭২ সালে তাঁর বাবা নবম ফ্রেডেরিকের মৃত্যুর পরে সিংহাসনে বসেন দ্বিতীয় মারগ্রেথ। অনেকেরই আশা ছিল, তিনি আমৃত্যু সিংহাসনে থাকবেন। এ দিন ডেনমার্কের মানুষকে রানি ধন্যবাদ জানিয়েছেন দীর্ঘ সময় ধরে রাজপরিবারের সঙ্গে থাকার জন্য।

রানি মারগ্রেথ মোবাইল ফোন আর ইন্টারনেট ব্যবহার করেন না। সেই ভাবে খুব ‘সুখে আছেন’ বলে একাধিক বার মন্তব্য করেছেন। তিনি এক জন চিত্রশিল্পীও। প্রত্নতত্ত্বে অনুসন্ধিৎসু। গত বছরের গোড়ায় রানির পিঠে একটি অস্ত্রোপচার হয়েছিল। তার পরেই সিংহাসন ছাড়ার ভাবনার সূত্রপাত বলে তিনি জানিয়েছেন। রানি ভাষণে বলেছেন, ‘‘এই অস্ত্রোপচার স্বাভাবতই আমাকে ভবিষ্যতের বিষয়ে ভাবিয়ে তুলেছে। ভাবতে হয়েছে, পরবর্তী প্রজন্মকে দায়িত্ব ছেড়ে দেওয়ার সময় এসেছে কি না।’’

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসেন রানিকে তাঁর আত্মত্যাগ এবং অক্লান্ত কাজের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে বলেছেন, “হাজার বছরেরও বেশি সময় ধরে দায়িত্ব এবং পদের হস্তান্তর হয়ে আসছে। কিন্তু সিংহাসন পরিবর্তনের সময় কখন আসে, সেটা বোঝা সত্যিই কঠিন।” 

উল্লেখ্য, ৫৫ বছর বয়সি যুবরাজ ফ্রেডেরিকের আনুষ্ঠানিক রাজ্যাভিষেক বা তাঁকে মুকুট পরানোর কোনও অনুষ্ঠান হবে না। কোপেনহাগেনের অ্যামালিয়ানবার্গ প্রাসাদ থেকে তাঁর সিংহাসনে আরোহণের ঘোষণা হবে। যুবরাজ ফ্রেডেরিক বিশ্ববিদ্যালয়ের প্রথাগত শিক্ষা শেষ করে যোগ দিয়েছিলেন দেশের নৌবাহিনীতে। প্রকৃতিপ্রেমী বলে তাঁর পরিচয়। শখ রয়েছে স্কি খেলা এবং স্লেজিং-এর। কোনও দুর্গে বন্দি হয়ে নয়, নিজের মতো করে জীবন কাটাতে চান বলে আগে এক বার বলেছিলেন তিনি। জানিয়েছিলেন, সিংহাসনে আরোহণ করলেও শখের জলাঞ্জলি দেবেন না। ডেনমার্ককে তাঁর মতো করে পরিচালনা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন যুবরাজ।

You might also like!