International

1 year ago

North Korea:ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার, সতর্ক করল জাপান

North Korea's ballistic missile launch, Japan warned
North Korea's ballistic missile launch, Japan warned

 

টোকিও, ১৩ সেপ্টেম্বর : আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। তাও আবার উত্তর কোরিয়ার শাসক কিম জং উন-এর রাশিয়া সফরের মধ্যেই। বুধবার (১৩ সেপ্টেম্বর) উত্তর কোরিয়া নিজস্ব পূর্ব উপকূলে অন্তত একটি ‘অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করেছে। এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে সতর্ক করেছে জাপানের প্রধানমন্ত্রীর দফতর।

তবে, জাপানের কোস্ট গার্ড জানিয়েছে, দু'টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হতে পারে এবং সেগুলি সমুদ্রে গিয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, কয়েকজন সিনিয়র সামরিক কর্মকর্তাকে সঙ্গে নিয়ে রাশিয়া সফরে গিয়েছেন কিম। এই সফরের এজেন্ডায় অস্ত্র বিক্রির বিষয়টি শীর্ষে আছে বলেই মনে করা হচ্ছে। সেজন্যই পুতিন-কিমের বৈঠকের ঠিক প্রাক মুহূর্তে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়ে থাকতে পারে।

You might also like!