International

1 week ago

Modi and Melania takes selfie in Italy: সেলফি তুললেন মোদী ও মেলোনিয়া, ইতালি থেকে মাতৃভূমি ফিরলেন প্রধানমন্ত্রী

Modi & Melania Took Selfie (File Picture)
Modi & Melania Took Selfie (File Picture)

 

নয়াদিল্লি, ১৫ জুন: ইতালির আপুলিয়ায় জি৭ সম্মেলনের ফাঁকে সেলফি তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। শুক্রবার জি৭ সম্মেলনের ফাঁকে সেলফি তোলেন মোদী ও মেলোনিয়া। হাসিমুখে উভয়কে নিজেদের ছবি মোবাইলে ফ্রেমবন্দি করতে দেখা যায়।

এদিকে, ফলপ্রসূ ইতালি সফর শেষে শনিবার সকালেই মাতৃভূমিতে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ভোররাতে ইতালি থেকে বিশেষ বিমানে নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হন মোদী, আর সকালেই স্বদেশে ফেরেন তিনি। তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই মোদীর প্রথম বিদেশ সফর। এই সফরে আমেরিকা প্রেসিডেন্ট-সহ বিশ্বের বিভিন্ন নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন মোদী।


You might also like!