International

8 months ago

Ruchira Kamboj: প্রাণহানি কাম্য নয়, আলোচনাই একমাত্র পথ : ইজরায়েল-হামাস যুদ্ধে প্রতিক্রিয়া ভারতের

Ruchira Kamboj (File Picture)
Ruchira Kamboj (File Picture)

 

নিউইয়র্ক, ১০ জানুয়ারি: প্রাণহানি কাম্য নয়, আলোচনাই একমাত্র পথ। ইজরায়েল-হামাস যুদ্ধ প্রসঙ্গে রাষ্ট্রসঙ্ঘে এমনটাই জানাল ভারত। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের বৈঠকে বক্তব্য রাখেন রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ। তিনি স্পষ্টতই বলেছেন, "ইজরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাতের ফলে ব্যাপক হারে মানুষের প্রাণহানি হয়েছে, বিশেষ করে মহিলা ও শিশুদের। এর ফলে উদ্বেগজনক মানবিক সংকট দেখা দিয়েছে।"

রুচিরা কম্বোজ বলেছেন, "এটি স্পষ্টতই অগ্রহণযোগ্য, এবং আমরা নিরীহ বেসামরিক মানুষের মৃত্যুর তীব্র নিন্দা করেছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের শূন্য সহনশীলতা পন্থা রয়েছে। সন্ত্রাস ও পনবন্দি করার কোনও যৌক্তিকতা থাকতে পারে না। যাঁদের বন্দি করে রাখা হয়েছে, তাঁদের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তির দাবি করছি আমরা।"


You might also like!