International

1 year ago

Late former Bangladesh minister Matiur Rahman:প্রয়াত বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী মতিউর রহমান

Late former Bangladesh minister Matiur Rahman
Late former Bangladesh minister Matiur Rahman

 

ঢাকা, ২৮ আগস্ট  : প্রয়াত বাংলাদেশের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও আওয়ামী লীগের প্রধান স্তম্ভ মতিউর রহমান। রবিবার রাত ১১টার দিকে নেক্সাস হাসপাতালে তিনি প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক জ্ঞাপন করেছেন।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মতিউর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই জিয়াউদ্দিন আহমেদ ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জম হোসেন বাবুল। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি নেক্সাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সকালে এক শোকবার্তায় প্রাক্তন মন্ত্রী ও মুক্তিযোদ্ধা মতিউর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি বলেন, মুক্তিযুদ্ধ ও শিক্ষায় মতিউর রহমানের অবদান বাংলাদেশ চিরকাল মনে রাখবে। একুশী পদকপ্রাপ্তের মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মতিউর রহমান আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে তার সকল দায়িত্ব পালন করেন। তিনি তিন দশকেরও বেশি সময় ধরে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের নেতৃত্ব দেন এবং মুক্তিযুদ্ধের সময় একজন প্রশিক্ষক ও মুক্তিযোদ্ধাদের সফল সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন।


You might also like!