International

1 year ago

Chinese nationals arrested for gold smuggling in Nepal:নেপালে সোনা পাচারের অভিযোগে ধৃত দুই চিনা নাগরিকের কাছে মিলল ভারতের আধার কার্ড

Chinese nationals arrested for gold smuggling in Nepal
Chinese nationals arrested for gold smuggling in Nepal

 

কাঠমাণ্ডু, ২১ আগস্ট  : নেপালে সোনা পাচারের অভিযোগে ধৃত দুই চিনা নাগরিকের কাছ থেকে উদ্ধার করা হল ভারতের আধার কার্ড।

জানা গিয়েছে, ধৃতরা এক কুইন্টাল সোনা চোরাচালানের মামলায় জড়িত। তাদের নেপাল থেকে গ্রেফতার করা হয়। ধৃত ১২ জনের মধ্যে ২ জন চিনা নাগরিক। ওই ২ জনের কাছ থেকে ভারতের আধার কার্ড পাওয়া গিয়েছে। এর আগেও আরেক চিনা নাগরিকের কাছ থেকে ভারতীয় পাসপোর্ট উদ্ধার করা হয়েছ্লি।

সোনা চোরাচালানে ত্রিদেশীয় নেক্সাস জড়িত আছে বলে অনুমান নেপাল পুলিশের মুখপাত্র ডিআইজি কুবের কাদায়ত-এর। একটি অ্যাপার্টমেন্ট থেকে আটক দুই চিনা নাগরিকের কাছ থেকে ভারতের আধার কার্ড উদ্ধার করা হয়েছে। অন্য এক অভিযুক্তের কাছ থেকে নেপালের নাগরিকত্বের প্রমাণপত্রও উদ্ধার করা হয়েছে।

নেপাল পুলিশের মুখপাত্র জানান, সিআইবি, সম্পূর্ণ ঘটনা কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসকে জানিয়েছে। সিআইবির প্রধান এআইজি কিরণ বজরাচার্য বলেন, ভারতের নিরাপত্তা সংস্থাগুলির জন্য এটিও গুরুত্বপূর্ণ যে এই ধরনের বিদেশী অপরাধীদের আধার কার্ড কীভাবে তৈরি হয় ? নেপাল পুলিশের মুখপাত্র ডিআইজি কুবের কাদায়ত জানান, এই অপরাধীদের মধ্যে কয়েকজন কাভ্রে জেলা এবং রাজধানী কাঠমান্ডুর নাগরিকত্বের শংসাপত্রও তৈরি করেছিল। এরই মধ্যে সোনার বিশুদ্ধতাও পরিমাপ করেছিল তারা। উদ্ধার হওয়া সোনা আসল এবং সেগুলি ২৪ ক্যারেটের বলেও পুলিশ জানিয়েছে। উদ্ধার হওয়া সোনাগুলিকে নেপাল রাষ্ট্র ব্যাঙ্কের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

You might also like!