International

1 year ago

Canada: খালিস্তানি হত্যায় কানাডার অভিযোগ খারিজ করল ভারত, সাউথ ব্লকে তলব ক্যামেরন-কে

India rejects Canada's accusation of killing Khalistani, summons Cameron to South Block
India rejects Canada's accusation of killing Khalistani, summons Cameron to South Block

 

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর: খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যার ঘটনায় ভারতের ভূমিকা নিয়ে কানাডা সরকারের অভিযোগ কেন্দ্র খারিজ করে দিয়েছে। এক বিবৃতিতে ভারত এই ধরনের মন্তব্যের কড়া নিন্দা জানিয়ে ভিত্তিনীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছে। বিদেশমন্ত্রকের ওই বিবৃতিতে বলা হয়েছে, খালিস্তানি জঙ্গিরা কানাডায় আশ্রয় নিয়ে ভারতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখন্ডতা ক্ষুন্ন করছে। এ ব্যাপারে সেদেশের সরকার বহুদিন ধরেই কোনও রকম কার্যকর পদক্ষেপ নেয়নি। বরং তাদের প্রতি কানাডার রাজনীতিবিদরা যে সহমর্মিতা খোলাখুলি দেখিয়েছেন, তা অত্যন্ত উদ্বেগের। হত্যা, মানব পাচার এবং সংগঠিত অপরাধ-সহ নানা অবৈধ কাজকর্ম থেকে দৃষ্টি ঘোরাতেই এধরনের অভিযোগ আনা হয়েছে বলে ভারত জানিয়েছে।

উল্লেখ্য, খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যায় ভারতের হাত রয়েছে বলে দাবি করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপর কানাডায় একজন ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করা হয়। এরই প্রেক্ষিতে ভারতে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার ক্যামেরন ম্যাককে নতুন দিল্লির সাউথ ব্লকে বিদেশ দফতরে তলব করা হয়। সেই মতো তিনি সাউথ ব্লকে মঙ্গলবার সকালেও হাজিরাও দেন। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারতে নিযুক্ত কানাডার হাই কমিশনারকে মঙ্গলবার তলব করা হয়েছিল এবং ভারতে অবস্থিত কানাডার একজন সিনিয়র কূটনীতিককে বহিষ্কারের বিষয়ে ভারত সরকারের সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট কূটনীতিককে আগামী পাঁচ দিনের মধ্যে ভারত ছেড়ে যেতে বলা হয়েছে।

You might also like!