International

1 year ago

Japan : বিশ্বের এই দেশে কিছু হারিয়ে গেলে অতি সহজেই তা খুঁজে পাওয়া যায়

Japan (File Picture)
Japan (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্বের অন্যতম সৌন্দর্যপূর্ণ দেশ হল জাপান। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, উন্নত নাগরিক জীবন ও অত্যাধুনিক প্রযুক্তি মানুষকে টানে। তবে শুধুমাত্র এই দিক গুলিই নয়, এখানকার প্রশাসনিক ব্যাবস্থাও বিশেষভাবে উন্নত। তাই এক্ষেত্রে হারিয়ে যাওয়া জিনিস খুব সহজেই খুঁজে পান মানুষজন। শুধু তাই নয়, এখানে কারও কোনও জিনিস হারিয়ে গেলে বা কেউ ট্রেনের সিটের নীচে ব্যাগ ফেলে রেখে গেলে অথবা ভুল করে পার্স ফেলে দিলে তা ফেরত মেলে সহজেই। এই দেশে প্রতি বছর প্রায় ১২.৬ কোটি মানুষ কিছু না কিছু হারান। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সেই হারানো জিনিস ফিরে পান। আর এসবই সম্ভব হয় এখানকার আইন-কানুন এবং সংস্কৃতিগত বিষয়গুলির কারণে। 

১) উন্নত প্রশাসনিক ব্যাবস্থা 

জাপানের উন্নত প্রশাসনিক ব্যাবস্থা এদেশকে এগিয়ে রেখেছে। কেউ কিছু হারিয়ে ফেললে সেই হারানো জিনিস ফেরত পাওয়ার প্রক্রিয়া শুরু হয় কোবান থেকে। জাপান জুড়ে ৬৩০০টি কোবান বা ছোটো পুলিশ স্টেশন রয়েছে। যেগুলি কৌশলগতভাবে স্থাপন করা হয়েছে। এটি তৈরি করার উদ্দেশ্য হল, কোবানের সাহায্যে বেশিরভাগ মানুষ সহজেই পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

২) তিন মাস ধরে চলে হারানো জিনিসের মালিকের খোঁজ

প্রথমে খুঁজে পাওয়া জিনিসটি লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টারে রাখেন কর্তব্যরত আধিকারিক। এরপর তার তদন্ত শুরু হয়। খোঁজ করা হয় মালিকের।  কেন্দ্রের একটি লস্ট অ্যান্ড ফাউন্ড ওয়েবসাইটও হয়েছে, যাতে মানুষ তাদের হারানো জিনিস খুঁজতে পারেন। ওয়েবসাইটে হারিয়ে যাওয়া জিনিসপত্রের তালিকা দেখা যায়। হারিয়ে যাওয়া জিনিসটির সঠিক মালিককে তিন মাসের মধ্যে খুঁজে না পাওয়া গেলে, সেটি যিনি খুঁজে পেঁয়েছেন সেই ব্যক্তির কাছে ফেরত দেওয়া হয়। অথবা পৌর সরকারকে দিয়ে দেওয়া হয়। 

You might also like!