International

9 months ago

Japan:জাপানে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৬২, ধ্বংসস্তূপে পরিণত হাজারের বেশি ঘর-বাড়ি

In the devastating earthquake in Japan
In the devastating earthquake in Japan

 

টোকিও, ৩ জানুয়ারি : জাপানে বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬২-তে পৌঁছেছে, এছাড়াও আহতের সংখ্যা তিন শতাধিক। ভূমিকম্পের তীব্রতায় ভেঙে পড়েছে হাজারের বেশি ঘর-বাড়ি। অস্থায়ী শিবিরে এখন আশ্রয় নিয়েছেন হাজার-হাজার মানুষ। সোমবার দুপুর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত মৃদু এবং মাঝারি মাত্রার কম্পনে ১৫৫ বার কেঁপে ওঠে জাপান। এগুলির মধ্যে রিখটার স্কেলে কম্পনের সর্বোচ্চ যে মাত্রা ধরা পড়েছে, তা হল ৭.৬। দ্বিতীয় সর্বোচ্চ কম্পনের মাত্রা ৬। অন্য কম্পনগুলির অধিকাংশেরই মাত্রা ৩ বা তারও কম।

সোমবার দুপুরে জাপানের মূল ভূমিকম্পটির কেন্দ্র ছিল হনসু দ্বীপের ইশিকাওয়া। যার মাত্রা ছিল ৭.৬। সোমবার দুপুর ১টা নাগাদ এই কম্পনেই প্রথম কেঁপে ওঠে জাপান। সতর্কতা মতোই উপকূলে আছড়ে পড়ে সুনামি। ৭.৬ তীব্রতার ভূমিকম্প ও সুনামির জেরে কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছে মধ্য জাপান। বুধবার সকাল পর্যন্ত সে দেশে ভূমিকম্পে অন্তত ৬২ জনের মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যা ৩০০-র বেশি।


You might also like!