International

1 day ago

ATTACK ON HADI: হাদির শারীরিক অবস্থা সঙ্কটজনক, জানালেন ইউনূস

Sharif Osman Hadi
Sharif Osman Hadi

 

ঢাকা, ১৮ ডিসেম্বর : বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে। বুধবার (১৭ নভেম্বর) রাতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস উইং থেকে জানানো হয়েছে, হাদির শারীরিক অবস্থা সঙ্কটজনক। দেশবাসীকে শান্ত থেকে তাঁর জন্য প্রার্থনার অনুরোধও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হয়েছিলেন বাংলাদেশের এই তরুণ নেতা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচার চালাচ্ছিলেন। গত শুক্রবার দুপুরে তাঁকে গুলি করে দুষ্কৃতীরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। পরে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

You might also like!