International

1 year ago

F-16 fighter jets: বিপদ বাড়বে রাশিয়ার ! ইউক্রেনের হাতে আসছে এফ-১৬ যুদ্ধবিমান

F-16 fighter jet (Collected)
F-16 fighter jet (Collected)

 

কিয়েভ, ১৯ আগস্টঃ অবশেষে ইউক্রেনের হাতে আসছে এফ-১৬ যুদ্ধবিমান। ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ শেষ হওয়ার পরেই ডেনমার্ক ও নেদারল্যান্ডস থেকে এই অত্যাধুনিক যুদ্ধবিমান পাবে কিয়েভ। শুক্রবার এমনটাই জানিয়েছে মার্কিন বিদেশ দফতার। যুদ্ধবিমান এফ-১৬ ইউক্রেনের হাতে এলে রাশিয়ার বিপদ যে বেড়ে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না ।

রাশিয়ার সঙ্গে দেড় বছর ধরে চলা যুদ্ধে লাগাতার ড্রোন হানার মুখে পড়তে হচ্ছে ইউক্রেনকে। আগ্রাসী হয়েছে রুশ বিমানবাহিনীও। তাই দেশের আকাশপথ সুরক্ষিত করতে এবং পালটা মার দিতে দীর্ঘদিন ধরেই আমেরিকায় তৈরি এফ-১৬ ফাইটার জেট হাতে পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছিল ইউক্রেন । অবশেষে তা ফলপ্রসূ হয়েছে। পাইলটদের প্রশিক্ষণ শেষ হওয়ার পরই ডেনমার্ক ও নেদারল্যান্ডস থেকে এই অত্যাধুনিক যুদ্ধবিমান পাবে ইউক্রেন। এর ফলে যুদ্ধে রাশিয়ার উপর চাপ অনেকটাই বাড়তে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ হামলার সময় ইউক্রেনের হাতে প্রায় ১২০টি যুদ্ধবিমান ছিল। মূলত, সোভিয়েত জমানার মিগ-২৯ এবং সুখোই-২৭ জেটগুলিই ভরসা জেলেনস্কি বাহিনীর। কিন্তু বিশেষজ্ঞদের মতে, রুশ বিমানহবাহিনীকে টক্কর দিতে হলে অন্তত ২০০টি যুদ্ধবিমান দরকার। সেই কারণেই দেশটি বহুদিন ধরেই পশ্চিমের মিত্রদের কাছে এফ-১৬ যুদ্ধবিমান চাইছিল।

You might also like!