International

1 year ago

Fire kills more than 100 in Iraq: অনুষ্ঠান চলাকালীন আগুন বিয়েবাড়িতে; ইরাকে ঝলসে মৃত ১১৩, আহত শতাধিক

Fire Breakout in Iraq (File Picture)
Fire Breakout in Iraq (File Picture)

 

বাগদাদ, ২৭ সেপ্টেম্বর: উত্তর ইরাকের নিনেভে প্রদেশের হামদানিয়া এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে আগুনে প্রাণ হারালেন কমপক্ষে ১১৩ জন। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে শতাধিক মানুষ আহত হয়েছেন। যদিও প্রশাসনের তরফে এখনও মৃত এবং আহতের সঠিক সংখ্যা জানানো হয়নি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হন দমকলকর্মীরা।

বাগদাদের উত্তর-পশ্চিম এলাকা থেকে ৩৩৫ কিলোমিটার দূরে মসুল শহর অবস্থিত। সেই শহরের বাইরে নিনেভে প্রদেশের হামদানিয়া এলাকায় খ্রিস্টান সম্প্রদায়ের বাস। সেখানকার একটি বিয়েবাড়িতে বিয়ের আয়োজন করা হয়েছিল। পুরো হলটি সাজাতে সহজদাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছিল। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, বিয়েবাড়িতে যে বাজি পোড়ানো হয়েছিল সেখান থেকেই হলে আগুন লাগে এবং কম সময়ের মধ্যেই তা দ্রুত ছড়িয়ে যায়। প্রাণ বাঁচানোর জন্য বিয়েবাড়ি থেকে দৌড়ে বেরিয়ে আসছেন লোকজন।

ইরাকের স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র সইফ আল-বাদর জানান, আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁদের যথাযথ চিকিৎসা চলছে। প্রধানমন্ত্রী মহম্মদ শিয়া আল-সুদানি এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তিনি জানান, কী ভাবে এই আগুন লাগল তা তদন্ত করা হবে।

You might also like!